Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

প্রাইমারি টিচার্স ট্রেনিং ইন্সটিটিউট (পিটিআই), চাঁপাইনবাবগঞ্জ


ঘটনাপুঞ্জ

 

ততকালীন নবাবগঞ্জ মহকুমা সদরের শিক্ষক/শিক্ষক হতে আগ্রহী ব্যক্তিদের প্রশিক্ষণ প্রদানের লক্ষ্যে এ পিটিআই ১৯৭৬ সালের ০১ নভেম্বর যাত্রা শুরু করে। সর্বপ্রথম এ পিটিআই-এর কার্যক্রম শুরু হয় ততকালীন নবাবগঞ্জ মহকুমা শহরে অবস্থিত কামাল উদ্দীন বালিকা উচ্চ বিদ্যালয়ে। এরপর কিছু সময় পিটিআই-এর ক্লাশ নবাবগঞ্জ সরকারি কলেজে পরিচালিত হয়। পরবর্তীতে বর্তমান পিটিআই-এর একটি অংশে ৩৩ শতাংশ জমির উপর একটি টিনসেড ভবন করে পিটিআই-এর কার্যক্রম পরিচালিত হয়। পরবর্তীতে ১৯৮৪ সালে সরকারিকরণ হলে জেলা প্রশাসকের মাধ্যমে ৫একর জমি অধিগ্রহণ করে বর্তমান পিটিআই অবস্থান চিহ্নিত হয়। এরপর ১৯৯২ সালে এ পিটিআই-এর বিভিন্ন ভবন তৈরি হয়। এ পিটিআইটি প্রতিষ্ঠার ক্ষেত্রে জনাব সালেহা মাহতাব সবচেয়ে বেশি ভূমিকা পালন করেন। জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০১৮ ও ২০১৯ এর প্রতিযোগিতায় এ পিটিআই রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ পিটিআই হিসেবে নির্বাচিত হয় এবং জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করে। বর্তমানে বাংলাদেশের উল্লেখযোগ্য পিটিআইগুলোর মধ্যে এ পিটিআই রয়েছে।