Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

প্রাইমারি টিচার্স ট্রেনিং ইন্সটিটিউট (পিটিআই), চাঁপাইনবাবগঞ্জ


আমাদের অর্জনসমূহ

 

সাম্প্রতিক বছরসমূহের ( বছর) প্রধান অর্জনসমূহ:

প্রাথমিক শিক্ষার গুরুত্ব উপলব্ধি করে বর্তমান সরকার সমতাভিত্তিক ও মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে প্রয়োজন মানসম্মত শিক্ষক। যুগোপযোগী ও মানসম্মত শিক্ষক তৈরির লক্ষ্যে পিইডিপি-৩ এর আওতায় শিক্ষক প্রশিক্ষণের পূর্বের ১২ মাসের সি-ইন-এড শিক্ষাক্রমকে যুগোপযোগী করে ১৮ মাসের ডিপ্লোমা-ইন-প্রাইমারি এডুকেশন (ডিপিএড) করা হয়েছে। এ পিটিআইতে ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষ থেকে ডিপিএড কার্যক্রম শুরু হয়েছে। এ পিটিআইতে বিগত ৩ বছরে মোট ৩৮৮ জন শিক্ষক ডিপিএড প্রশিক্ষণ সমাপ্ত করেছেন। এছাড়া ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ২১ জন শিক্ষক প্রশিক্ষণরত আছেন। বিগত ৩টি শিক্ষাবর্ষে ডিপিএড-এর সকল প্রশিক্ষণার্থী শিক্ষককে বিনামূল্যে পাঠ্যপুস্তক প্রদান করা হয়েছে। এছাড়া পরীক্ষণ বিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে বিনামূল্যে পাঠ্যপুস্তক প্রদান করা হয়েছে। এ পিটিআই-এ বিগত ৩ বছরে ১৫০ জন শিক্ষক আইসিটি ইন এডুকেশন বিষয়ক প্রশিক্ষণ এবং ৬০ জন গণিত অলিম্পিয়াড প্রশিক্ষণ গ্রহণ করেছেন। পিটিআই, চাঁপাইনবাবগঞ্জ-এ একটি এবং চাঁপাইনবাবগঞ্জ পিটিআই পরীক্ষণ বিদ্যালয়ে আলাদা একটি ডিজিটাল ক্লাশরুম তৈরি করা হয়েছে এবং ডিজিটাল ক্লাশরুমে নিয়মিত ক্লাশ পরিচালনা করা হয়। ২০১৯ সালের জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহের প্রতিযোগিতায় এ পিটিআই রাজশাহী বিভাগে শ্রেষ্ঠ পিটিআই নির্বাচিত হয়েছে এবং জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করেছে। এ পিটিআই-এর পরীক্ষণ বিদ্যালয়ে ২০২০ সালে একটি এবং ২০২১ সালে পিটিআইতে একটি ডিজিটাল ক্লাশ রুম প্রতিষ্ঠা করা হয়েছে। এ পিটিআই-এ প্রায় ০৮ লক্ষ টাকা ব্যয়ে অবকাঠামো উন্নয়নের কাজ সম্পন্ন হয়েছে।