Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

প্রাইমারি টিচার্স ট্রেনিং ইন্সটিটিউট (পিটিআই), চাঁপাইনবাবগঞ্জ


সাধারণ তথ্য
 
 
 
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির মাধ্যমে শিখন-শেখানো কার্যক্রমে যথাযথ অবদান রাখার লক্ষ্যে প্রশিক্ষণ প্রদানের জন্য প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই) প্রতিষ্ঠিত হয়েছে। পিটিআইতে অনুষ্ঠিত দীর্ঘমেয়াদি আবাসিক প্রশিক্ষণ কোর্সটি চাকরিরত প্রশিক্ষণবিহীন সরকারি ও বেসরকারি শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য পরিচালিত হয়ে থাকে। তাছাড়া পিটিআইতে বিভিন্ন সময় প্রাথমিক শিক্ষার শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের স্বল্পমেয়াদি প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হয়ে থাকে। 
 
প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই), চাঁপাইনবাবগঞ্জ
 
স্থাপিত: ০১-১০-১৯৭৬                                                                                                                         
 
সরকারিকরণ: ০১-১১-১৯৮৪ খ্রি.        
 
জমির পরিমাণ: ০৫ একর
 
ফোন: 02588892041
 
Email: ptinawab@gmail.com
 
Website: pti.chapainawabganj.gov.bd

 

অবস্থান: চাঁপাইনবাবগঞ্জ জেলার চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলার সংযোগ মহাসড়কের পাশে এ পিটিআই অবস্থিত। পিটিআইটি জেলা প্রশাসকের কার্যালয় থেকে প্রায় ২.৫ কিমি দূরে অবস্থিত। পিটিআই-এর ক্যাম্পাস পাকা ও উঁচু প্রাচীর দিয়ে ঘেরা।

 

জনবল সংক্রান্ত তথ্য: 

 

ক্রমিক নং

শ্রেণি

অনুমোদিত পদ সংখ্যা

কর্মরত

শূন্য পদ সংখ্যা

মন্তব্য

১ম শ্রেণির পদ

২০

০৭

১৩

 

২য় শ্রেণির পদ

-

-

-

 

৩য় শ্রেণির পদ

(পরীক্ষণ বিদ্যালয়ের শিক্ষকসহ)

১০

০৯

পরীক্ষণ বিদ্যালয়ে ০৬ জন শিক্ষক প্রেষণে কর্মরত রয়েছেন

৪র্থ শ্রেণির পদ

 

সর্বমোট

৩৬

১৭

২০

 

 

 

অবকাঠামোগত তথ্য:

  • ৪ তলা বিশিষ্ট প্রশাসনিক ও একাডেমিক ভবন
    • মোট কক্ষ সংখ্যা-২০টি  (সুপারের অফিস রুম, সহ-সুপারের অফিস রুম, স্টাফ রুম, সেশন রুম, ইন্সট্রাক্টরদের রুম, অফিস রুম, কম্পিউটার রুম, স্টোর রুম, লাইব্রেরি, কম্পিউটার ল্যাব)
    •  
  • ৩ তলা বিশিষ্ট মহিলা হোস্টেল
    • কক্ষের সংখ্যা-৩২ টি
    • আসন সংখ্যা-৬৪টি
    • ডাইনিং ও টিভি রুম-১টি
    •  
  • ৪ তলা বিশিষ্ট পুরুষ হোস্টেল
    • কক্ষের সংখ্যা-২৮টি
    • আসন সংখ্যা-৭২টি
    • ডাইনিং রুম-১টি
    • টিভি রুম-১টি
    •  
  • ২ তলা বিশিষ্ট পরীক্ষণ বিদ্যালয়
    • কক্ষ সংখ্যা-০৬টি (শ্রেণি কক্ষ-৫টি ও অফিস কক্ষ-১টি)
    • টয়লেট- ৪টি (শিক্ষকদের ২টি, ছাত্রীদের ১টি এবং ছাত্রদের ১টি)
    • বিদ্যালয়ে একটি ডিজিটাল রুম আছে
    •  
  • ২ তলা বিশিষ্ট সুপারিনটেনডেন্ট-এর আবাসিক ভবন
    • কক্ষ সংখ্যা-০৪টি
    •  
  • অত্র পিটিআই-এ বেসরকারিভাবে পরিচালিত দ্বিতল ভবন বিশিষ্ট একটি জামে মসজিদ রয়েছে।
  •  

 

অন্যান্য তথ্য

ক্যাচমেন্ট এলাকা:  এ পিটিআই-এর অধিন ডিপিএড কোর্সের ক্যাচমেন্ট হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর, নাচোল ও গোমসত্মাপুর উপজেলা এবং রাজশাহী জেলার গোদাগাড়ী ও তানোর উপজেলা।

 

লাইব্রেরি:  এ পিটিআই-এর প্রশাসনিক ও একাডেমিক ভবনে একটি লাইব্রেরি রয়েছে। লাইব্রেরিতে বিভিন্ন ধরনের প্রায় ৪০০০ টি বই রয়েছে। তাছাড়া বিশ্ব সাহিত্য কেন্দ্রের বই পড়া কর্মসূচি এ পিটিআই-তে চালু আছে। সরকারিভাবে প্রত্যেক ডিপিএড শিক্ষার্থীকে ১১টি করে বই প্রদান করা হয়।

 

কম্পিউটার ল্যাব:  এ পিটিআই-এর প্রশাসনিক ও একাডেমিক ভবনে একটি কম্পিউটার ল্যাব রয়েছে। এ ল্যাবে ৩০টি ডেস্কটপ কম্পিউটার রয়েছে। এ ল্যাবে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের আইসিটি বিষয়ে প্রশিক্ষণ পরিচালিত হয়ে থাকে। এছাড়া ডিপিএড শিক্ষার্থীদের আইসিটি বিষয়ে ক্লাশ অনুষ্ঠিত হয়।

 

আইসিটি:  এ পিটিআইতে ০৭টি সচল ল্যাপটপ ও ০৪টি সচল মাল্টিমিডিয়া রয়েছে। ডিপিএড-এর ক্লাশ মাল্টিমিডিয়া উপস্থাপনায় পরিচালিত হয়।

 

ইন্টারন্টে সুবিধা: পিটিআই-এর একাডেমিক ও প্রশাসনিক ভবনে বিটিসিএল এবং ইনফো সরকারের ইন্টারনেট সুবিধা রয়েছে। এছাড়া স্থানীয়ভাবে বেসরকারী ব্রডব্যান্ড লাইন রয়েছে। এছাড়া পিটিআই-এ ভিডিও কনফারেন্সের ব্যবস্থা রয়েছে এবং তা চালু রয়েছে।

 

সিসি টিভি ক্যামেরা:  এ পিটিআইতে ১৪টি সিসি টিভি ক্যামেরা রয়েছে। এর মাধ্যমে বিভিন্ন বিষয় মনিটর করা হয়।

 

ডিজিটাল হাজিরা মেশিন:  এ পিটিআইতে ২টি ডিজিটাল হাজিরা মেশিন রয়েছে। এর মাধ্যমে কর্মকর্তা-কর্মচারীা ও ডিপিএড শিক্ষার্থীদের হাজিরা নেয়া হয়।

 

পানির ব্যবস্থা:  পূর্বে পিটিআই-এর নিজস্ব পানির ব্যবস্থা ছিল। কিন্তু পানিতে আর্সেনিক থাকায় গভীর নলকুপ ও টিউবওয়েলগুলো বন্ধ করা হয়েছে। বর্তমানে পৌরসভার সরবরাহকৃত পানি অত্র পিটিআই-এর পানির উৎস।

 

ফুল বাগান:  পিটিআই-এর মূল গেইটের পাশে একটি ফুল বাগান রয়েছে। এ বাগানে সিজিনল ফুলের গাছের পাশাপাশি বছর ব্যাপী ফুল হয় এমন ফুলের গাছও রয়েছে।

 

ফলজ বাগান:  পিটিআই চত্ত্বরে বেশ কিছু বড় ও ছোট বিভিন্ন জাতের আম গাছ রয়েছে। এছাড়া অন্যান্য ফল যেমন: কাঁঠাল, লিচু, জলপায়, লেবু, আমড়া, পেয়ারা, চালতা, আতা, বেল, লটকন, সফেদা, তেঁতুল, আমলকি, জামরুল ইত্যাদির গাছও রয়েছে।

 

বনজ বাগান:  পিটিআই চত্ত্বরে বেশ কিছু বনজ গাছ রয়েছে।

 

ঔষধি বাগান:  এ পিটিআই চত্ত্বরে বেশকিছু ঔষধি গাছ রয়েছে।

 

যানবাহন:  এ পিটিআইতে একটি মাইক্রোবাস রয়েছে।

 

মুরাল:  এ পিটিআইতে আমের একটি এবং বাংলাদেশের মানচিত্রের  একটি মুরাল রয়েছে।

 

শহিদ মিনার:  এ পিটিআইতে একটি দৃৃষ্টিনন্দন শহিদ মিনার রয়েছে।

 

বিজ্ঞান কর্ণার:  এ পিটিআইতে একটি বিজ্ঞান কর্ণার তৈরি করা হয়েছে।